নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৫ ০০:০৫

বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা.একেএম হাফিজ আর নেই

সিলেটের নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা:এ কে এম হাফিজ আর নেই। শুক্রবার(৩১ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় ঢাকায় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

তিনি কীডনী রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বৎসর।

ডা. এ কে এম হাফিজ সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ছিলেন। কর্মজীবনে দেশের একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে সুখ্যাতি রয়েছে। তিনি সিলেট ওসমমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক কান গলা (ইএনটি) বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি দেশের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেট জেলা শাখার ১৯৯৭-৯৯ ও ১৯৯৯- ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। এরআগে ১৯৭৭-৭৮ সালে বিএমএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশের ডাক্তারদের অপর সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের উপদেষ্টা ছিলেন।

এছাড়াও ডা. এ কে এম হাফিজ সিলেট তথা দেশের বিভিন্ন প্রগতিশীল সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ও সমাজহিতৈশী বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) কর্তৃক সিলেট মহানগরীতে দীর্ঘ মেয়াদী করদাতা হিসেবে বিশেষ সম্মাননা পদকে ভূষিত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত