২৬ অক্টোবর, ২০২৫ ২৩:৫৬
মৌসুমের প্রথম এল-ক্লাসিকোতে শুভ সূচনা করল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান করেছে আরও সংহত। নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে এখন ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে লা লিগার সফলতম দলটি।
১০ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট যেখানে ২৭; সমান সংখ্যক ম্যাচে বার্সেলোনার পয়েন্ট সেখানে ২২।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে শাবি আলানসোর দল।
ম্যাচের নায়ক জুড বেলিংহ্যাম। নিজে যেমন গোল করেছেন, তেমনি কিলিয়ান এমবাপের গোলে রয়েছে তার অবদান।
বার্সেলোনার পক্ষে একমাত্র গোলটি করেছেন ফেরমিন লোপেজ।
ম্যচে যেমন গোল করেছেন এমবাপে, তেমনি করেছেন পেনাল্টি মিসও।
আপনার মন্তব্য