স্পোর্টস ডেস্ক

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:৫৪

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না পাকিস্তান!

ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক ক্রমশই উষ্ণ হচ্ছে। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নাও যেতে পারে আফ্রিদিরা।

পাকিস্তানের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শংকার কথা বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কেননা ভারতের শিবসেনারা এর আগেই হুমকি দিয়ে রেখেছে ভারতে কোনো পাকিস্তানি খেলোয়াড়দের খেলতে দেয়া হবে না।

তাছাড়া কিছুদিন আগে মুম্বাইয়ে ভারতের ক্রিকেট বোর্ডের অফিসে (বিসিসিআই) শিবসেনারা হামলা চালায়। ওই সময়ে ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মাঝে বৈঠক হওয়ার কথা ছিল।

পিসিবি এসব শংকার কথা জানিয়ে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকে চিঠি দিয়েছে। একইসঙ্গে তারা নিরপেক্ষ ভেন্যুর দাবি করেছে। পিসিবি জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি আগে খতিয়ে দেখবে দেশটির সরকার। তরপরই সরকারই সিদ্ধান্ত নেবে ভারতে পাকিস্তান টিমকে পাঠানো হবে কি না।

এদিকে এবিষয়ে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ভারতে পাকিস্তানি ক্রিকেটাররা খেলতে যাবেন কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাক সরকার। গত সপ্তাহে এই নিয়ে আইসিসিতে নিজেদের বক্তব্যও জানিয়ে রেখেছে পাক বোর্ড।

এদিন শাহরিয়ার বলেন, আমরা আইসিসিকে বলে রেখেছি, ভারতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাক সরকার। পাকিস্তান ক্রিকেটারদের কেন্দ্র করে কোনও নিরাপত্তার আশংকা রয়েছে কি না সেটাই এখন দেখা হচ্ছে।

এসময় চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে নিরাপত্তার কারণেই অস্ট্রেলিয়ার সরে দাঁড়ানোর বিষয়টি মনে করিয়ে দেন।

শাহরিয়ার জানান, পাক ক্রিকেটাররা ভারতে কতটা নিরাপদ, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এসব ঘটনার পর ভারতে টিমের যাওয়া উচিত কি না সেটা সরকার ঠিক করবে। আমরা এসব আইসিসির বৈঠকে বলেওছি। আমি নিজে নিরপেক্ষ কেন্দ্রের কথা বলিনি। বৈঠকেই কেউ বলেছিল। আমরা তাতে সম্মতি জানিয়েছি।

প্রসঙ্গত, ভারতের গুয়াহাটিতে চলছে সাউথ এশিয়ান গেমস। যেখানে পাঁচশোরও বেশি সদস্যের পাকিস্তান দল অংশ নিয়েছে।

এবিষয়ে শাহরিয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, কবাডি বা ব্যাডমিন্টন প্লেয়ারদের সঙ্গে ক্রিকেটারদের পার্থক্য রয়েছে। তাই সাঁতার বা অন্য খেলোয়াড়দের থেকেও ক্রিকেটারদের উপর হামলা হওয়ার আশংকা বেশি। তাই বলছি সরকার অনুমতি না দিলে আইসিসি হয়তো আমাদের শ্রীলংকা বা আমিরশাহির মতো নিরপেক্ষ কেন্দ্রতে খেলার প্রস্তাব দেবে।
 

আপনার মন্তব্য

আলোচিত