ক্রীড়া প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:২৯

দাপট দেখিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত

শ্রীলঙ্কাকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পঞ্চমবারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে আসরের অন্যতম ফেবারিট ভারত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৬৭ রান করা ভারতের সামনে কার্যত কোন লড়াই করতে পারেনি লঙ্কানরা। প্রায় ৮ ওভার আগেই ১৭০ রানে গুটিয়ে যায়
শ্রীলঙ্কা। মেন্ডিস সর্বোচ্চ ৩৯ রান করেন। ভারতের পক্ষে দাগের ৩টি ও আবেশ খান ২টি উইকেট নেন।

সকালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে দুই পেসারের সৌজন্যে শুরুটা ভাল করলেও পিচে ভাষা পড়ে ভারতীয়দের পরিনত ব্যাটিং ক্রমশই চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে নিয়ে যায় ভারতকে। ভারতের পক্ষে সরফরাজ খান ৫৯ এবং ওয়াশিংটন সুন্দর ৪৩ রান করেন।

১১ ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে জয়ী দল ১৪ ফেব্রুয়ারি ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে।

আপনার মন্তব্য

আলোচিত