স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৫ ১২:১০

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ: হেরেছে আর্জেন্টিনা, জিতেছে ব্রাজিল

কাতারে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে টানটান উত্তেজনার এক লড়াইয়ের পর শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল।

নির্ধারিত সময়ে গোলশূন্য থাকা ম্যাচে প্যারাগুয়েকে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়ে রাউন্ড অব ১৬–এর টিকিট নিশ্চিত করে সেলেসাও যুবারা।

শুক্রবার রাতে কাতারের অ্যাসপায়ার জোনের মাঠে অনুষ্ঠিত রাউন্ড অব ৩২–এর ম্যাচে ম্যাচের শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। মাত্র ১০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার ভিতোর হুগো। বাকি ৮০ মিনিট ১০ জন নিয়ে খেলতে হলেও প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছে তারা। কয়েকটি গোলের সুযোগও তৈরি হয়েছিল, তবে কোনো দলই গোল করতে পারেনি।

বিরতির পর খেলায় ফেরে প্যারাগুয়ে। কয়েক দফা বিপজ্জনক আক্রমণ গড়ে তোলে তারা। একবার তো তাদের নেওয়া শট সরাসরি ক্রসবারে লেগে ফিরে আসে।

নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না মিললে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের নায়ক ব্রাজিল গোলরক্ষক হোয়াও পেদ্রো। নির্ধারিত পাঁচ শট শেষে দুই দলই সমতায় (৪-৪) থাকলে শুরু হয় সাডেন ডেথ লড়াই।

সেই পর্বে পরপর দুটি শট ঠেকিয়ে দেন পেদ্রো। যদিও ব্রাজিলের প্রথম শট পোস্টে লাগে, কিন্তু দ্বিতীয় শটে লুইস পাচেকো লক্ষ্যভেদ করলে উল্লাসে মাতে সেলেসাও শিবির। এই জয়ে শেষ ষোলোতে এখন ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্স, যারা একই দিনে কলম্বিয়াকে হারিয়ে এগিয়ে গেছে দ্বিতীয় রাউন্ডে।

আর্জেন্টিনার বিদায়
এদিন টাইব্রেকারে মেক্সিকো ছিটকে দেয় আর্জেন্টিনাকে।

দোহা অ্যাসপায়ার জোনে আর্জেন্টিনার বিপক্ষে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় মেক্সিকো।

ম্যাচের শুরুতে ৯ মিনিটে তুরিয়ান আর্জেন্টিনাকে এগিয়ে নেন। এরপর ৪৬ ও ৫৮ মিনিটে লুইস গাম্বোয়া জোড়া গোল করে মেক্সিকো এগিয়ে দেন। শেষ দিকে ৮৭ মিনিটে ক্লোস্টারের গোলে ম্যাচ যায় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে মেক্সিকোর গোলরক্ষক সান্তিয়াগো লোপেজ প্রথম শটেই আর্জেন্টিনাকে থামান। শেষ শটে নিজেই গোল করে দলকে শেষ ষোলোয় তুলে নেন তিনি। ২০১৯ সালের পর দ্বিতীয়বার টাইব্রেকারে টানা জয় পেল মেক্সিকো। এছাড়া ২০১৩ সালের পর নকআউট পর্বে মেক্সিকান খেলোয়াড় হিসেবে জোড়া গোল করলেন গাম্বোয়া।

অন্য দুটি ম্যাচের মধ্যে অ্যাসপায়ার জোনের পিচ–৪-এ কানাডা আয়ারল্যান্ডের কাছে টাইব্রেকারে ৯-৮ ব্যবধানে হেরে বিদায় নেয়। অ্যাসপায়ার জোনের পিচ–৭-এ যুক্তরাষ্ট্র ও মরক্কোর লড়াইও গড়ায় টাইব্রেকারে। শেষ মুহূর্তের গোলেই বদলে গেল ভাগ্য। টাইব্রেকারে যুক্তরাষ্ট্রকে ৪-৩ গোলে হারিয়ে দেয় মরক্কো।

আপনার মন্তব্য

আলোচিত