সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৫ ১১:৩১

দিল্লি গেলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান

কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে ভারতে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

বুধবার (১৯ নভেম্বর) তার দিল্লি যাওয়ার কথা থাকলেও তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক কর্মকর্তা।

সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম বৈঠক বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে এবং মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। এদিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে যোগ দিতে গত মাসে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত