১৯ নভেম্বর, ২০২৫ ১১:৪২
বছরের শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করা হলো না ব্রাজিলের। দাপুটে ফুটবল খেললেও পেনাল্টি মিসে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির দলকে।
ফ্রান্সের লিলে মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছে ব্রাজিল।
ম্যাচের শুরু থেকে আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। তবে খেলার ধারার বিপরীতে ম্যাচের ২৩ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় তিউনিসিয়া। দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে দলকে এগিয়ে দেন হাজেম মাসতৌরি।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয় আফ্রিকান দেশটি। দারুণ এক শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান এস্তেভাও।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে ব্রাজিল। কিন্তু প্রত্যাশিত গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ৭৮তম মিনিটে পেনাল্টি পায় আনচেলত্তির দল। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা।
তাতে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
আপনার মন্তব্য