সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:১০

বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২য় আসরের পর্দা উঠলো

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ফের পর্দা উঠলো বসুন্ধরা বাংলাদেশ ওপেনের টুর্নামেন্টের দ্বিতীয় আসরের। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ কোর্সে এবারের আসরের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ।

বাংলাদেশর গলফার মো. ফরহাদ, সিঙ্গাপুরের কো ডেং শ্যান ১ নম্বর হোল থেকে টি অফ করলে টুর্নামেন্টে দিনের প্রথম সেশনের খেলা শুরু হয়। প্রথম সেশনে বাংলাদেশের হয়ে আরও খেলবেন মো. জীবন আলী, মো. মিলন আহমেদ, মো. আব্দুল মতিন, মো. সাইয়ুম ও কাওসার হোসেন।

দেশসেরা গলফার সিদ্দিকুর খেলা শুরু করবেন দিনের দ্বিতীয় সেশনে। বেলা ১২টা ২৫ মিনিটে ৮ নম্বর হোল থেকে শুরু করবেন তিনি।

৩ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টেবিশ্বের ৩৫টি দেশের ১৩৮ জন গলফার অংশ নেবেন। গত আসরের চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের গলফার মারদান মামত এবার আসতে পারেননি বাবার অসুস্থতার কারণে। 

এশিয়ান ট্যুরের এ আসরে সিদ্দিকুর রহমানসহ বাংলাদেশের মোট ৩১ জন গলফার অংশ নেবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের মে মাসে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম আসর বসেছিল। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিঙ্গাপুরের মারদান মামাত। 

 

আপনার মন্তব্য

আলোচিত