স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:১৪

যুবাদের বিশ্বসেরা অধিনায়ক মিরাজ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন পূরন না হলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ পেয়েছেন আরেকটি স্বীকৃতি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো প্রকাশ করেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেরা একাদশ।
এতে অধিনায়ক করা হয়েছে মিরাজকে।

মিরাজ ছাড়াও টাইগারদের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।

সেরা একাদশে সর্বোচ্চ চারজন রয়েছেন রানার্সআপ ভারতের ক্রিকেটার। ভারতকে হারিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয়েছেন দুইজন। ইংল্যান্ডের দুইজন ও পাকিস্তানের একজন ক্রিকেটার রয়েছেন প্রকাশিত সেরা একাদশে।

টুর্নামেন্টের ৬ ম্যাচে ব্যাট হাতে ৬০.৫০ গড়ে ২৪২ রান করা মিরাজ বল হাতেও  ৬ ম্যাচে ১২ উইকেট নেন মিরাজ।  সাইফুদ্দিন ব্যাট হাতে ২৫ গড়ে ৭৫ রান করলেও ১৪.৯২ গড়ে বল হাতে তুলে নেন ১৩টি উইকেট।


ক্রিকইনফোর সেরা একাদশ: রিশব পান্ত (ভারত), গিডরন পোপ (ওয়েস্ট ইন্ডিজ), জ্যাক বার্নহ্যাম (ইংল্যান্ড), সরফরাজ খান (ভারত), হাসান মোহসিন (পাকিস্তান), মেহেদি হাসান মিরাজ অধিনায়ক (বাংলাদেশ), মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ), মায়াঙ্ক দাগার (ভারত), সাকিব মাহমুদ (ইংল্যান্ড), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) ও আভিস খান (ভারত)।

আপনার মন্তব্য

আলোচিত