স্পোর্টস ডেস্ক

১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:২৭

আর্জেন্টিনায় ফুটবল মাঠে রেফারিকে গুলি করে হত্যা

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির দেশ আর্জেন্টিনায় মাঠে লালকার্ড দেখানোর কারণে মাঠে রেফারিকে গুলি করে হত্যা করেছে এক খেলোয়াড়। ঘটনায় অপর একজন আহত হন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, করডোভা রাজ্যে এক ঘরোয়া ফুটবল ম্যাচে খেলার মাঠে এক খেলোয়াড় ফাউল করলে তাকে লাল কার্ড দেয়ায় ওই খেলোয়াড় গুলি করে হত্যা করে সিজার ফ্লোরেস (৪৮) নামে এক রেফারিকে।

এ সময় তার এলোপাথাড়ি গুলিতে ওয়াল্টার জারাতে (২৫) নামে আরেক খেলোয়াড়ও গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় দুটি দলের মধ্যে চলছিল ম্যাচ। প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক ট্যাকল করায় ওই খেলোয়াড়কে রেফারি সিজার ফ্লোরেস লাল কার্ড দেখান ।

লাল কার্ড দেখানোর তিন মিনিটের মাথায় ক্ষুব্ধ ওই খেলোয়াড় পিস্তল নিয়ে এসে রেফারির মাথা, ঘাড় ও বুকে তিনটি গুলি করেন। এরপর দ্রুত পালিয়ে যায় সে। তবে মাঠে কীভাবে সে পিস্তল এলো- তা পরিষ্কার নয়। পুলিশ ওই খেলোয়াড়কে খুঁজছে। তবে এখনো তার নাম প্রকাশ করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত