ক্রীড়া প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি , ২০১৬ ১১:৪৬

জীবনের শেষ টেস্টে ম্যাককালামের দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড

জীবনের শেষ টেস্টে আরও অনেক ক্রিকেটারেরই সেঞ্চুরি করার ইতিহাস আছে তবে জীবনের শেষ টেস্ট ম্যাচে বিশ্বরেকর্ড করার কোন ইতিহাস নেই কারো। সেটাই করে দেখালেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককুলাম।
 
ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই মাত্র ৫৪ বলে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড এখন ম্যাককুলামের। এতদিন থেকে যে রেকর্ডটির মালিক ছিলেন স্যার ভিভিয়ান রিচার্ডস। প্রায় ৩০ বছর আগে এন্টিগাতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে অবিস্মরনীয় সেঞ্চুরিটি করেছিলেন রিচার্ডস। মনে করা হত টেস্টে ৫৬ বলের সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গা প্রায় অসম্ভব। কিন্তু অসম্ভব যে এখন আর কোন কিছুই না তা করে দেখালেন নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে মারকুটে ব্যাটসম্যান ম্যাককুলাম।

ম্যাককুলামের রেকর্ডের দিনে টস হেরে ব্যাট করা তাঁর দল নিউজিল্যন্ডের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ৩৭০ রান। যার মধ্যে ম্যাককুলাম একাই করেছেন ১৪৫ রান। যাতে বল খরচ হয়েছে মাত্র ৭৯টি। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ রান এসেছে ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিক এন্ডারসনের ব্যাট থেকে।

জবাবে দিনশেষে অসীরা  ২০ ওভার ব্যাট করে ৫৭ রান তুলতে ওয়ার্নারের উইকেট হারিয়েছে।  



আপনার মন্তব্য

আলোচিত