স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১২:২০

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ আজ

হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আরো নির্দিষ্ট করে বললে, ভারতের ব্যাটিং আর পাকিস্তানের বোলিংয়ের ধুন্ধুমার লড়াই। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিজেদের এগিয়ে রাখছেন ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা।

তবে ইনজুরির কারণে এ ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে খেলতে পারেন পার্থিব প্যাটেল। অন্যদিকে, দলের পেস আক্রমণের উপরই আস্থা পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদির। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।

শেষ ওভার। ৪ বলে পাকিস্তানের দরকার ৯ রান। হাতে ১ উইকেট। ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিনের করা সে ওভারে দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ম্যাচ জেতান বুম বুম শহীদ আফ্রিদি। ২ বছর আগে এশিয়া কাপে এমনই এক ম্যাচ উপহার দিয়েছিলো কোহলি-মিজবাহরা। ভারত-পাকিস্তান ম্যাচ এমন টানটান উত্তেজনার জন্ম দিয়েছে অনেকবার।

তবে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আর দারুণ ছন্দে থাকা ভারতকে কাগজে কলমে এগিয়ে রাখছেন অনেক ক্রিকেট বিশ্লেষকই। টি টোয়েন্টিতে আগের ৬ দেখায় ৫ বারই ভারত জয় পাওয়ায়, সমর্থকরাও পান জোর গলায় বিতর্ক করার সাহস। কিন্তু ইনজুরির কারণে ম্যাচের আগের দিন অনুশীলন করেননি ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুঞ্জন শোনা যাচ্ছে, পাকিস্তানের বিপক্ষে তার পরিবর্তে মাঠে নামতে পারেন পার্থিব প্যাটেল। তবে, সাম্প্রতিক পারফরম্যান্সের বিবেচনায় নিজেদেরই এগিয়ে রাখেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।

রোহিত শর্মা বলেন, 'আমাদের এই দলটা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। পাকিস্তানের বোলিং আক্রমণ শক্তিশালী। তবে আলাদা করে কাউকে নিয়ে পরিকল্পনা নেই আমাদের। নিজেদের স্বাভাবিক খেলাটা খেললেই ম্যাচ জিততে পারব আশা করি।'

অন্যদিকে, ভারত ৫ বার এশিয়া কাপের ট্রফি জিতলেও পাকিস্তান জিতেছে মাত্র ২ বার। তবে, নিজেদের পেস বোলিং আক্রমণেই ভরসা পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদির। সদ্যই টি টোয়েন্টি ফরম্যাটের পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাটসম্যানরাও ভালো করবে বলে বিশ্বাস তার।

শহীদ আফ্রিদি বলেন, অতীত পরিসংখ্যান নিয়ে ভাবছি না। ভারতীয় ব্যাটিং লাইন আপ দুর্দান্ত। আমাদের বোলাররাও ভালো ফর্মে আছে। পিএসএলে ব্যাটসম্যানরাও ছন্দে ছিল। আমরা ম্যাচের শুরু থেকেই ওদের চাপে ফেলতে চাই।

এশিয়া কাপে এর আগে মুখোমুখি ১১ দেখায় ৫ বার করে জয় পেয়েছে দু'দলই।

আপনার মন্তব্য

আলোচিত