ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০১৬ ২১:০১

তামিম ঝড়ের পর ধর্মশালায় ফের বৃষ্টি

দিনভর থেমে থেমে বৃষ্টি আর ঝড়ো হাওয়া ছিল। ওসব যখন থামল তখন হিমাচল প্রদেশের ধর্মশালা দেখল অন্য ঝড়। এ ঝড়ে নাম তামিম ঝড়।

বৃষ্টির জন্যে আবহাওয়াবিদদের পূর্বাভাস ছিল, কিন্তু তামিম ঝড়ের এমন পূর্বাভাস আগে পায় নি আয়ারল্যান্ড।

আইসিসির এ সহযোগি দলের বোলারদের ওপর শাসন চালিয়েছে তার ব্যাট।

আউট হয়ে যাওয়ার আগে ২৬ বলে করেন ৪৭ রান। তামিমের আউট হবার সঙ্গে সঙ্গেই ফের বৃষ্টি নামল।

অপর ওপেনার সৌম্য সরকার করেন  সৌম্য ১৩ বলে ২০ রান করে আউট হন। ৯ বলে ১৩ রান করে সাব্বিরের সাথে কোন বল না খেলা অপরাজিত আছেন সাকিব।

বৃষ্টির কারণে ১২ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৮ ওভারে বাংলাদেশের রান যখন ৯৪/২, তখনই ফের নামে বৃষ্টি। ম্যাচ তাই আবারও বন্ধ।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে আছে দুই পরিবর্তন। আরাফাত সানির জায়গায় খেলছেন আবু হায়দার রনি, নাসির হোসেনের জায়গায় খেলছেন মোহাম্মদ মিঠুন।

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে বাংলাদেশ। অপরদিকে ওমানের কাছে হেরে গিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে আয়ারল্যান্ড।

আপনার মন্তব্য

আলোচিত