স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৬ ০১:১৬

অস্ট্রেলিয়া ম্যাচের জন্য প্রস্তুত মুস্তাফিজ

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর বেশ চাপে রয়েছে মাশরাফি ব্রিগেড। দ্বিতীয় ম্যাচে ২১ মার্চ ব্যাঙ্গালুরুতে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে অজিরা ৮ রানে হেরেছে নিউজিল্যান্ডের কাছে।

বৃহস্পতিবার ব্যাঙ্গালুরুতে পৌঁছানোর পর শুক্রবার অনুশীলন করেছেন তামিম-সাকিবরা। এদিন বাকি সবার মতো নেটে ঘাম ঝড়িয়েছেন মুস্তাফিজুর রহমানও। সবাই যখন টিম হোটেলের জিমে জিম করছিলেন তখন একা মুস্তাফিজকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে নিয়ে আসেন বোলিং কোচ হিথ স্ট্রিক।

চোট কাটিয়ে মাঠে ফেরা এই বাম হাতি পেসার পুরো ছন্দে চার ওভার বোলিং করেন। কাটার, ইয়র্কার, স্লোয়ারগুলো আগের মতোই করতে থাকেন এই বিস্ময় বালক।

হিথ স্ট্রিক বলেন, ‘চোট কাটিয়ে আজই প্রথম পুরো ছন্দে বোলিং করল সে। পুরো চার ওভার বোলিং করার পর সে জানিয়েছে কোনো ব্যথা অনুভব করেনি। এটাই আমাদের জন্য ভালো খবর। আশা করছি পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামাতে পারব তাকে।’

ইডেনে পাকিস্তানের বিপক্ষেই নামার কথা ছিল মুস্তাফিজের তবে কোচ হাথুরুসিংহে সেদিন চাননি আনফিট কাউকে একাদশে নামাতে। আজ অনুশীলনের ফাঁকে বারবারই মুস্তাফিজকে বোলিং টিপস দিয়েছেন স্ট্রিক।

হোটেলে ফেরার আগে বোলিং কোচ জানান, অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ফিট হয়ে উঠেছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে খেলছেন কাটার বিশেষজ্ঞ।

আপনার মন্তব্য

আলোচিত