স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৬ ১১:৫৯

কলকাতায় ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির শঙ্কা

কলকাতার আকাশে কালো মেঘ। শেষ বিকেলে এই মেঘ যদি বৃষ্টি হয়ে নেমে পড়ে তবে আশঙ্কায় পড়ে যাবে বিশ্বকাপ টি-টোয়েন্টির সুপার টেনের ভারত-পাকিস্তান দ্বৈরথ।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সাড়ম্ভর আয়োজন করা হয়েছে ইডেন গার্ডেন্সে।

ম্যাচের আগে দুই দলের জাতীয় সংগীত গাইবেন অমিতাভ বচ্চন, পাকিস্তানেরটা শাফকাত আমানত আলী। সাবেক তারকারাও আসছেন। দুই দলের চারজন করে অধিনায়ককে  সংবর্ধনা দেওয়া হবে। ইমরান-টেন্ডুলকার বক্তৃতা দেবেন; পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিতাভ বচ্চনও বক্তব্য রাখবেন।

তবে সমস্ত আয়োজন ভেস্তে দিতে পারে বৃষ্টি।  এই শঙ্কার কথা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের মুখেও। তারা জানিয়েছেন বিকেলের দিকে কলকাতায় বৃষ্টির সম্ভবনা ৬০ ভাগ। ইডেনের ড্রেনেজ ব্যবস্থা যাচ্ছেতাই মানের। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটি কতটা নির্বিঘ্নে হতে পারে তা পুরোপুরি নির্ভর করছে প্রকৃতির উপর।

আপনার মন্তব্য

আলোচিত