ক্রীড়া প্রতিবেদক

১৯ মার্চ, ২০১৬ ১৫:৫৩

সানির পরিবর্তনে দলে যোগ দিচ্ছেন সাকলাইন সজীব

বোলিং একশনের পরীক্ষাতে উৎরাতে না পেরে সাময়িক নিষিদ্ধ হওয়া বাঁহাতি স্পিনার আরাফাত সানির পরিবর্তনে সাকলাইন সজীবকে ভারত পাঠাচ্ছে বিসিবি।

আজ বিকেলেই তিনি বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন বলে বিসিবি সূত্র থেকে জানা গেছে।

রাজশাহীর এই বাঁহাতি স্পিনার দেশের ঘরোয়া লীগের নিয়মিত পারফরমার। ৬৯টি প্রথম শ্রেনীর ম্যাচ খেলে সজীবের সংগ্রহ ৩০৩ উইকেট। ঘরোয়া পর্যায়ে ৩২টি টি-টোয়েন্টি খেলে ৩৪ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার।

২১ মার্চ সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। অসিদের স্পিন দুর্বলতা বিবেচনায় ওইদিনই একাদশে দেখা যেতে পারে সজীবকে।


বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। জয় পাওয়া ওই ম্যাচের পর তাসকিন আহমেদ ও আরাফাত সানির বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনেন দুই আম্পায়ার।

 

আপনার মন্তব্য

আলোচিত