সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০১৬ ২২:৫৪

মাশরাফিদের সঙ্গে থাকছেন না স্ট্রিক

আন্তর্জাতিক ক্রিকেটে গত দেড় বছর ধরে বাংলাদেশ দল দুর্দান্ত পারফর্ম করছে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে। তাই মাস দুয়েক আগে জানা গিয়েছিল জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে, ভারতীয় শীর্ষস্থানীয় পত্রিকা দ্য হিন্দুতে প্রকাশিত খবর অনুযায়ী নিজের কোচিং ক্যারিয়ার নিয়ে অন্য পথেই হাটছেন স্ট্রিক। বাংলাদেশে আর থাকতে চাইছেন না সাবেক এই জিম্বাবুয়েন ক্রিকেটার।

জুনেই শেষ হবে যাবে হিথ স্ট্রিকের চুক্তির মেয়াদ। তাই আর চুক্তির মেয়াদ বাড়াতে চান না তিনি। গত মঙ্গলবার বিসিবিকে ইমেইলে হিথ স্ট্রিক জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের বোলিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন স্ট্রিকের না থাকার বিষয়টি। এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘আগে আমরা অফিসিয়ালি কিছু জানতে পারিনি। এখন সে জানিয়েছে যে আর এখানে থাকবে না।’

কয়েক দিন আগেই ভারতীয় পত্রিকা দ্য হিন্দু জানিয়েছিল, ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে ফাস্ট বোলিং কোচের চাকরির জন্য আবেদন করেছেন স্ট্রিক। একাডেমির চেয়ারম্যান নিরঞ্জন শাহ বেশ আগ্রহী সাবেক জিম্বাবুয়ে পেসারকে পেতে। দুই বছরে ৪৫০ দিন কাজ করার চুক্তিতে ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন স্ট্রিক। জুন মাসেই শেষ হচ্ছে তার চুক্তি।

এদিকে ইমেইলে হিথ স্ট্রিক নিজেই জানিয়ে দেন, মেয়াদ শেষ হলে আর বাংলাদেশে থাকবেন না তিনি। এ প্রসঙ্গে ইমেইল বার্তায় স্ট্রিক লেখেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়াদ শেষ হলে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেব। আমার মনে হচ্ছে পরিবারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়ার এখনই সময়।’

বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমাকে এরকম সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমি ধন্যবাদ দিতে চাই। ২০১৪ সাল থেকে বাংলাদেশের সঙ্গে আমার উপভোগ্য সব অভিজ্ঞতা। বাংলাদেশের উন্নতিতে গভীরভাবে আমার নজর থাকবে।’

হিথ স্ট্রিকের সাম্প্রতিক কাজে খুব একটা সন্তুষ্ট না হলেও কোচিং স্টাফের ধারাবাহিকতার স্বার্থে তাকে ধরে রাখতে চেয়েছিল বিসিবি। তবে তার মনোভাব সংবাদমাধ্যমে জানতে পেরে নতুন বোলিং কোচ নিয়ে আগেই ভাবনা শুরু করে দিয়েছে বিসিবি। এ বিষয়ে ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, যত দ্রুত সম্ভব নতুন বোলিং কোচ নিয়োগ দেয়ার চেষ্টা করবে বিসিবি। পছন্দের কোচদের সঙ্গে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত