স্পোর্টস ডেস্ক

৩০ মে, ২০১৬ ২১:০৭

শচীনের রেকর্ড ভাঙলেন কুক

প্রথম টেস্টেই হতে পারত। হয়নি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২০ রান দরকার ছিল। ‍কিন্তু কুক করতে পারলেন মাত্র ১৫ রান। শচীনের রেকর্ড ভাঙতে কুকের দরকার ছিল তখন মাত্র পাঁচ রান। সোমবার শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে সেই কীর্তি গড়ে ফেললেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। শচীনকে ছাড়িয়ে টেস্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে দশ হাজার রান পূর্ণ করলেন ইংলিশ অধিনায়ক। প্রথমবারের মতো ইংল্যান্ডের কোন ক্রিকেটার হিসাবেও ছুলেন দশ হাজার রানের কীর্তি।

টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ১০ হাজার রান পূর্ণ করার রেকর্ড শচীন টেন্ডুলকারের। টেন্ডুলকার যখন ১০ হাজার রান করেছিলেন, তখন তার বয়স ছিল ৩১ বছর ১০ মাস। ২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। গত ডিসেম্বরেই ৩১-এ পা দিয়েছিন কুক। অর্থাৎ শচীনের থেকে প্রায় পাঁচ মাস আগেই নতুন রেকর্ড গড়লেন কুক।

১২২টি ম্যাচে ১০ হাজার রান করেছিলেন শচীন। সেখানে ১০ হাজার রান করতে কুককে খেলতে হয়েছে ১২৮ ম্যাচ। টেস্ট ক্যারিয়ারের শচীনে মোট রান ১৫ হাজার ৯২১। যা সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছেন পন্টিং, তার মোট রান ১৩ হাজার ৩৭৮।

চেস্টার লি স্ট্রিটে শ্রীলংকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের পথে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের জন্য ইংল্যান্ডকে মাত্র ৭৯ রানের টার্গেট দিয়েছে ফলোঅনে পড়া শ্রীলংকা। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের সংগ্রহ এই রিপোর্ট লেখা পর্যন্ত বিনা উইকেটে ৩৩। জয় আসছে এটা নিশ্চিত। তবে ব্যাট হাতে অ্যালিস্টার কুক যখন মাঠে নামেন, সবার মাথায় ছিল শচীনের রেকর্ড হয়তো আজ ভেঙে যাবে।

শেষ পর্যন্ত সব অপেক্ষার অবসান হলো। প্রথম ওভারে নেন এক রান। লংকান বোলার প্রদীপের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শচীনকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েন কুক। কম বয়সী ক্রিকেটার হিসাবে টেস্টে দশ হাজার রান পূর্ণ করেন কুক। ১০ হাজার রানের ক্লাবে কুক ১২তম সদস্য।

এই রিপোর্ট লেখা পর্যন্ত কুকের রান ২৭ বলে ২৩। তার সঙ্গে আছেন ৩২ বলে ১০ রান করা অ্যালেক্স হেলস।

আপনার মন্তব্য

আলোচিত