স্পোর্টস ডেস্ক

৩১ মে, ২০১৬ ০১:৫৭

দেশে ফেরা মুস্তাফিজকে সংবর্ধনা, রাষ্ট্রীয় পদক দেওয়ার ঘোষণা

প্রথমবারের মতো অংশ নিয়ে আইপিএল মাতিয়ে সোমবার রাতে দেশে ফিরেছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এদিন রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা জানাতে আসেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

এ সময় তিনি বলেন, ‘মুস্তাফিজ আমাদের বীর, আমাদের সন্তান, বিশ্ব ক্রিকেটে সে এক বিরল প্রতিভা। প্রধানমন্ত্রী তাকে জাতীয় বীর হিসেবে ভূষিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হচ্ছে তাকে।'

তিনি আরও যোগ করেন, ‘আমরা আগামী দিন তাকে রাষ্ট্রীয় পদক এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে সংবর্ধিত করবো। বাংলাদেশের ষোলো কোটি মানুষ মুস্তাফিজের জন্যে দোয়া করবেন।’

উল্লেখ, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ম্যাচ থেকেই চমক দেখাতে থাকেন ফিজ। ২৬ রানে ২ উইকেট নিয়ে শুরু হয় তার আইপিএল মিশন। ১৬ ম্যাচে ৬১ ওভার বল করেছেন ফিজ। রান দিয়েছেন ৪২১। ওভার প্রতি তার নেট রান রেট ৬.৯০। টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুস্তাফিজ।

আপনার মন্তব্য

আলোচিত