ক্রীড়া প্রতিবেদক

৩১ মে, ২০১৬ ১৩:৫৪

পাঁচ ‘বিশেষ ক্ষমতায়’ বিশ্বে অনন্য মুস্তাফিজ

তাকে বিশ্ব ক্রিকেটে বর্তমান সময়ের শ্রেষ্ঠ প্রতিভা বলতে দ্বিমত করেন না নামি দাবি কোন বিশেষজ্ঞই। বাংলাদেশের গর্ব মুস্তাফিজকে তাই সামলাতে ভিডিও বিশ্লেষণ করেও সফল হতে পারে না কোন প্রতিপক্ষ।  ঠিকই একের পর এক ভেল্কিতে বাঘা বাঘা ব্যাটসম্যানদের বোকা বানিয়ে উইকেট তোলে নিতে ওস্তাদ তিনি। কিন্তু মুস্তাফিজের বলে কি এমন আছে যা অন্য কারো নেই।

বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত ৫টি বিশেষ বোলিং ক্ষমতা আছে সাতক্ষীরার এই তরুণের যা পৃথিবীর আর কোন বোলারের নেই। দেখে নেয়া যায় কি সেই পাঁচ গুণ  


১. মুস্তাফিজুর  ১৪০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বল করতে পারেন। কিন্তু একই অ্যাকশনেই গতির হেরফের করতে পারেন।

২. স্লোয়ার দেওয়ার সময় শেষ মুহূর্তে শুধু কব্জির মোচড়ে বলের গতি অনেকটা কমিয়ে দেন। ফলে ধন্ধে পড়ে যান ব্যাটসম্যানরা।

৩. শেষ কয়েক ওভারের জন্য নিখুঁত ইয়র্কার রয়েছে মুস্তাফিজুরের হাতে। আইপিএলে যা সামলাতে আন্দ্রে রাসেল পিচের উপরেই ধপাস করে পড়ে বোল্ড হয়েছিলেন।  

৪. নিজের বয়সের অনুপাতের বোলার হিসেবে মুস্তাফিজুর অনেক পরিণত। ব্যাটসম্যানের মতিগতি দ্রুত পড়ে বলের লেন্স বদল করতে পারেন।

৫. আউটসুইংকে দিনে দিনে আরও নিখুঁত করে তুলেছেন মুস্তাফিজুর। পিচের বিভিন্ন জায়গা থেকে করাতে পারেন আউটসুয়িং।

আপনার মন্তব্য

আলোচিত