স্পোর্টস ডেস্ক

৩১ মে, ২০১৬ ১৪:০২

কোনো চুক্তি না পড়েই সই করেন মেসি!

স্প্যানিশ গণমাধ্যমকে মেসি জানিয়েছেন, তিনি কোনও ব্যবসা সংক্রান্ত চুক্তি না পড়েই সই করেন!

বার্সেলোনার কোর্টে তাঁর বিরুদ্ধে চলছে আয়কর সংক্রান্ত মামলা। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০০৭ থেকে ২০০৯-এর মধ্যে তিনি ৪.১ মিলিয়ন ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা) কর ফাঁকি দিয়েছেন মেসি।


মঙ্গলবার আয়কর সংক্রান্ত মামলার শুনানিতে তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা। এর ২৪ ঘণ্টা আগে একটি স্প্যানিশ সংবাদপত্রকে মেসি জানিয়েছেন, তিনি কোনও ব্যবসা সংক্রান্ত চুক্তি না পড়েই সই করেন! সংবাদপত্রটি জানিয়েছে, তিন বছর আগে ২০১৩-তে আয়কর সংক্রান্ত মামলার একটি শুনানিতে মেসি আদালতে বলেছিলেন, ‘‘বাবাকে বিশ্বাস করি। তিনিই আমার যাবতীয় ব্যবসা দেখাশোনা করেন। তিনি যেখানে সই করতে বলেন সেখানেই সই করি।’’ মেসি ধীরে ধীরে কথাগুলো বলেছিলেন। কিন্তু বিচারপতি তাতে সন্তুষ্ট না হয়ে মেসিকে নির্দেশ দিয়েছিলেন গলার স্বর বাড়ানোর জন্য। তাতে তিনবারের ব্যালন ডি’ওর জয়ীর জবাব ছিল, ‘‘আমার স্বর এরকমই।’’


স্প্যানিশ সংবাদমাধ্যমের দেয়া তথ্যমতে, মঙ্গলবার মেসির আয়কর সংক্রান্ত মামলা শুরু হয়ে চলবে ২ জুন পর্যন্ত। যেখানে লিও’র সঙ্গে থাকবেন তাঁর বাবা ওরাসিও। এই প্রসঙ্গে মেসির বাবাও বলেছিলেন, ‘‘লিও শুধু খেলে। এই বিষয়ে ও কিছুই জানে না।’’


এদিকে, হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পিঠে ও পাঁজরে চোট পাওয়া মেসি দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন দানিয়েল মার্তিনেজ। আর্জেন্টিনার জাতীয় দলের ডাক্তার আশাবাদী, আগামী ৭ জুন কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম ম্যাচে মেসি খেলতে পারবেন।’’

কোপা আমেরিকা শতবার্ষিকী টুর্নামেন্টে আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চিলি। 

আপনার মন্তব্য

আলোচিত