নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০১৬ ১৮:৫৪

রূপগঞ্জকে ৬০ রানে হারিয়ে শীর্ষে আবাহনী

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠার ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জকে ৬০ রানে হারিয়ে শীর্ষে উঠেছে শিরোপা প্রত্যাশী আবাহনী লিমিটেড।

সোমবার (২০ জুন) বিকেএসপিতে আবাহনীর করা ২৯০ রানের জবাবে রূপগঞ্জের ইনিংস থামে ২৩০ রানে।

টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। তামিম-লিটনের ৭৬ রানের জুটিতে দারুণ শুরু পায় আকাশি-নীলরা।  ৩৩ রান করে তামিম ফিরে গেলেও অর্ধ শতক তোলে নেন আগের ম্যাচে সেঞ্চুরি করা লিটন দাস।

মাঝখানে খানিকটা বিপর্যয় ঘটলেও সাকিব আল হাসান ও মোসাদ্দেক সৈকতের ঝড়ে ২৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় ঐতিহ্যবাহী ক্লাবটি।

সাকিব ৫৭ বলে ৬৭ ও সৈকত ৫৫ বলে ৭৩ রান করেন। রুপগঞ্জের পক্ষে বাঁহাতি স্পিনার তাইজুল ৩ উইকেট পান।

২৯১ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় রূপগঞ্জ। ফর্মহীন সৌম্য, জহুরুল ও জুনায়েদ অল্প রানেই ফিরে যান। এক পর্যায়ে ১৫০ রান তোললে জয় থেকে দূরে সরে যায় তারা। তবে ৮ নম্বরে ব্যাট করতে নামা আসিফ আহমেদ মাত্র ৫৪ বলে ৭০ রান করলে পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয় শিরোপার দৌড়ে থাকা ক্লাবটি।

আপনার মন্তব্য

আলোচিত