স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৬ ১৪:৫৪

অলিম্পিক ফুটবলে অংশ নেবে না আর্জেন্টিনা!

আগামী মাসে ব্রাজিলের রিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ফুটবলে অংশগ্রহণ নাও করতে পারে আর্জেন্টিনা। ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে রাজি না হওয়ায় খেলোয়াড় সংকটে পড়েছে দেশটি। তাই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা। এমনটাই জানিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।

আর্জেন্টিনার অলিম্পিক কমিটির (সিওএ) প্রধান হেরার্দো ওয়ার্থিন 'লা ন্যাকন' পত্রিকায় বলেছেন, ‘অলিম্পিকে অংশ নেয়ার জন্য এখনো পর্যন্ত মাত্র দশজন ফুটবলার পাওয়া গেছে। ইউরোপিয়ান ক্লাবে যেসব আর্জেন্টাইন ফুটবলাররা খেলেন, তাদের অলিম্পিকের জন্য ছাড়তে চাইছে না ক্লাবগুলো।’

তবে বিষয়টি এখন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) উপর নির্ভর করছে বলে জানান ওয়ার্থিন। তিনি বলেন, ‘এখন দেখার বিষয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) কি সিদ্ধান্ত নেয়। আমাদের সঙ্গে তাদের গত ২০ মাস কোন যোগাযোগ হয়নি।’
 
কিছুদিন আগে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর মঙ্গলবার পদত্যাগ করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। এবার সমস্যা দেখা দিয়েছে দল গঠন নিয়েও।

আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে অলিম্পিকের ফুটবল পর্ব। আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে রয়েছে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া।

আপনার মন্তব্য

আলোচিত