স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৬ ১৫:৪৯

বাটলারের নৈপূণ্যে ইংল্যান্ডের বিশাল জয়

ইংল্যান্ডের মাটিতে এই সফরটা ভুলেই যেতে চাইবে শ্রীলঙ্কা। সিরিজটা যেনো তাদের কাছে দুঃস্বপ্ন। টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি সাফল্য নেই কোনোটিতেই।

সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও কাল সাউদাম্পটনে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে গেছে সফরকারীরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ২৬ রান আসে ধানুষ্কা গুনারত্নের ব্যাট থেকে। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ক্রিস জর্ডান ও লিয়াম ডসন।

১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটসম্যান জশ বাটলারের ৭৩ আর এডউইন মরগানের ৪৭ রানে ২ উইকেটে হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ৪৯ বলে ৩টি চার ও ৪টি ছয়ে সাজানো বাটলারের ইনিংস​টি ইংল্যান্ডের টি-টোয়েন্টি রেকর্ড বইয়েও জায়গা করে নিয়েছে। টি​-টুয়েন্টিতে ওপেনার হিসেবে​প্রথম​ইনিংসেই কোনো ইংলিশ ব্যাটসম্যানের এটিই প্রথম ফিফটি।

আপনার মন্তব্য

আলোচিত