স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৬ ১৬:০০

মেসি না ফিরলে অবসরে যাবেন আগুয়েরো

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবলে না ফিরলে জাতীয় দল থেকে অবসরে যাবেন তার সতীর্থ সার্জিও আগুয়েরো। এ কথা জানিয়েছেন তাঁর বাবা লিওনেল আগুয়েরো।

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা হেরে যাবার পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। এরপরই জানা যায়, মেসির পথ অনুসরণ করে অবসরে যাচ্ছেন তাঁর আরো কয়েকজন সতীর্থ। সেই আলোচনার মধ্যেই এবার মুখ খুললেন আগুয়েরোর বাবা।

আর্জেন্টিনা দলে মেসির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আগুয়েরো। দুজনের বন্ধুত্বটা অনূর্ধ্ব-২০ দলে খেলার সময় থেকে। দুজনের বাড়িও আর্জেন্টিনার একই রাজ্যে। কোপার ফাইনালে চিলির কাছে বেদনাদায়ক পরাজয়ের পর আগুয়েরোর রোজারিওর বাড়িতেও গিয়েছিলেন মেসি।

সার্জিওর বাবা লিওনেল আগুয়েরো বলেন,‘মেসি যদি আসলেই স্থায়ী অবসরে যায়, তাহলে সার্জিও দ্রুত সেই কাজ করবে।’

ছেলের অবসর ভাবনার কথা জানানোর সময় ফাইনালে আর্জেন্টাইন কোচ জেরার্দো টাটা মার্টিনোর কৌশলের সমালোচনা করেছেন আগুয়েরোর বাবা। তিনি সমালোচনা করেছেন দেশের ফুটবল ফেডারেশনেরও।

আপনার মন্তব্য

আলোচিত