স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০১৬ ১৭:৩৯

মেসির ২১ মাসের কারাদণ্ড

আদালতে লিওনেল মেসি ও তার বাবা জর্জ মেসি

কর জালিয়াতি মামলায় বার্সা তারকা লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন স্পেনের আদালত। মঙ্গলবার স্পেনের একটি আদালত এ রায় দিয়েছে। একইসঙ্গে আর্জেন্টাইন এই ফুটবলারকে ২ মিলিয়ন ইউরো জরিমানাও করেছেন আদালত।

একই সঙ্গে মেসির বাবা হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দেড় মিলিয়ন ইউরো জরিমানা গুণতে হবে মেসির বাবাকেও।

অবশ্য এ রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন মেসি।

২০০৭ ও ২০০৯ সালের মাঝামাঝি সময়ে মেসি ও তার বাবা ৪২ লাখ ইউরো কর ফাঁকি দেন বলে অভিযোগ এনেছিল স্পেনের কর কর্তৃপক্ষ। তবে আদালতে মেসি জানিয়েছিলেন, কেবল ফুটবল খেলাতেই মনোযোগ ছিল তার। এ থেকে আয় হওয়া অর্থের কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে কিছু জানেন না তিনি।

মেসির আইনজীবীরা দাবি করেছিলেন, চুক্তির বিষয়গুলো সবসময়ই মেসির বাবা দেখতেন। মেসি শুধু স্বাক্ষর করতেন। কর ফাঁকিতে মেসি কোনোভাবেই জড়িত ছিলেন না।

সূত্রঃ বিসিসি ও ইন্ডিপেনডেন্ট।

আপনার মন্তব্য

আলোচিত