ক্রীড়া প্রতিবেদক

০৭ জুলাই, ২০১৬ ০৩:০৫

ওয়েলসের চমক থামিয়ে পর্তুগালকে ফাইনালে তুললেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো। এই গ্রহের শ্রেষ্ঠতম ফুটবলারদের একজন। ক্লাব ফুটবলে ম্যানচেষ্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদকে অনেক ট্রফি জিতিয়েছেন। তবে জাতীয় দলের জার্সি গায়ে এই প্রথম দলকে বড় কোন ট্রফির চূড়ান্ত দ্বারপ্রান্তে নিয়ে গেলেন তিনি। ইউরো কাপের সেমি ফাইনালে ক্লাব সতীর্থ গ্যারেথ বেলের ওয়েলসের চমক থামিয়ে দাপটের সাথে পর্তুগালকে ফাইনালে তুললেন এই ফুটবল মহাতারকা। সেমি ফাইনালে ২-০ গোলের জয়ে একটি গোল নিজে করলেন আরেকটি ন্যানিকে দিয়ে করালেন। এমন গুরুত্বপূর্ন ম্যাচে গোল্ডেন টাচ দিতে পারেন বলেই তো তিনি রোনালদো।

বুধবার ফ্রান্সের লিওনে ইউরো কাপের প্রথম সেমিফাইনালে প্রথমার্ধ্বে তেমন সুবিধা করতে পারছিলেন না  রোনালদো। বেশ কয়েকবার আক্রমনে গিয়েও দানা বাধতে পারছিলনা কোনটাই উল্টো পর্তুগিজ ডিফেন্সে পেপের অনুপস্থিতির সুযোগে বার কয়েক কাঁপিয়ে দিচ্ছিলেন গ্যারেথ বেল। তবে দ্বিতিয়ার্ধে আর ঠেকিয়ে রাখা গেল না রিয়াল মাদ্রিদ ফরয়ার্ডকে । ৫০ মিনিটের মাথায় ক্ষিপ্র গতির হেডে লীড এনে দেয়ার পর উল্লাসই বলে দিচ্ছিল কতটা অপেক্ষা এমন মুহুর্তের। তিন মিনিট পরেই ডিফেন্স চেরা পাস তোলে দেন ন্যানীর পায়ে, টোকা দিয়ে ব্যবধান দ্বিগুণ করতে ভুলন নি ন্যানীও। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বেলের দল। বাকিটা সময় আনুষ্ঠানিকতা সেরে উৎসবের রাতে মেতেছে পর্তুগিজরা।

আপনার মন্তব্য

আলোচিত