স্পোর্টস ডেস্ক

০৩ আগস্ট, ২০১৬ ২২:১৮

‘শান্তির জন্য’ নরওয়েতে টি-টোয়েন্টি খেলতে যাবেন তামিম

‘শান্তির জন্য খেলা’- এই স্লোগানকে সামনে রেখে প্রীতি ম্যাচ খেলতে  ইউরোপের অন্যতম শান্তিপূর্ন দেশ নরওয়ের রাজধানী অসলোয় যাবেন তামিম ইকবাল।

বিশ্ব শান্তি কামনায় অসলোয় আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচটি। এতে অংশ নিতে ১৭ আগস্ট নরওয়েতে গিয়ে পৌঁছাবেন তামিম। ওয়ার্ল্ড স্টারস দলের হয়ে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের এই ওপেনারের।  যেখানে অংশ নেবেন বিশ্বসেরা তারকা ক্রিকেটাররা। ‘শান্তির জন্য’ এই খেলায় অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতি পেয়ে গেছেন ওপেনার তামিম ইকবাল খান।

অসলোভিত্তিক ক্রিশ্চিয়ানিয়া ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক উসবের অংশ হিসেবে ‘শান্তির জন্য খেলা’ নামে এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচটির আয়োজন করছে।

পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, শহিদ আফ্রিদি, ভারতের পাঠান ভ্রাতৃদয়- ইউসুফ ও ইরফান পাঠান, শ্রীলংকার কিংবদন্তী সনাৎ জয়সুরিয়া এই ম্যাচটিতে খেলার কথা রয়েছে।

বাংলাদেশ থেকে এই প্রদর্শনী ম্যাচে তামিম ইকবালের খেলার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলো ইমেগো স্পোর্টস ম্যানেজমেন্ট লিমিটেড।

আপনার মন্তব্য

আলোচিত