স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট, ২০১৬ ০৯:০৭

অবশেষে রিও যাচ্ছেন ২৭১ রাশিয়ান অ্যাথলেট

রাশিয়ার অলিম্পিক কমিটির সভাপতি অ্যালেকজান্ডার জুকোভ বলেছেন, শেষ পর্যন্ত ব্রাজিলের রিওতে হতে যাওয়া অলিম্পিক ২০১৬-তে তার দেশের অ্যাথলেটরা অংশ নিচ্ছেন।

অন্তত ২৭১ জন অ্যাথলেটকে ওয়াল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াদা) ব্রাজিলে যাওয়ার ছাড়পত্র দিয়েছে।

এই কমিটিই এর আগে ডোপ কেলেংকারির দায়ে রাশিয়ার সব অ্যাথলেটকে অলিম্পিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি রাশিয়া। তবে জুকোভ বলেছেন, শুক্রবার এই তালিকা দেয়া হবে।

জানা গেছে, এই ২৭১ জনের মধ্যে পাঁচজন অ্যাথলেট, তিনজন সাইক্লিস্ট, একজন রেসলার ও নৌকা বাইচের একটি দল রয়েছে।

ডোপিং কেলেংকারি সংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২৪ জুলাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) রাশিয়াকে চার বছরের জন্য নিষিদ্ধ করে। এরপর ২৬ জুলাই তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

আইওসির প্যানেল ১৮ জন শ্যুটার, ১১ জন বক্সার, ১১ জন জুডো, ৮ জন টেনিস খেলোয়াড়, ৬ জন নাবিক, ৫ জন অশ্বারোহী, ৩ জন তীরন্দাজ ও একজন গলফারকে রিও অলিম্পিকে অংশ নেয়ার পক্ষে সমর্থন দেয়।

রাশিয়ান বার্তাসংস্থা আর-স্পোর্টস জানিয়েছে, ২৯ সাঁতারু এবং নৌকা বাইচে বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ড্রি ক্রেইটরও রিওতে যাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।

তবে আইওসি ১৭ জন রাশিয়ানের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে তারা ব্রাজিলে যেতে পারছেন না।

আপনার মন্তব্য

আলোচিত