স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০১৬ ১১:৩১

অলিম্পিকে ধর্ষণ, বক্সার গ্রেপ্তার

কয়েকটা ঘণ্টা পর নিজের প্রথম ফাইট লড়তে রিংয়ে নামার কথা মরোক্কান বক্সার হাসান সাদার। কিন্তু তার আর নামা হচ্ছে না। এখন গোটা অলিম্পিকেই তাকে কাটাতে হবে ব্রাজিলের জেলে বসে।

শুক্রবার (৫ আগস্ট) সকালে গেমস ভিলেজ থেকে হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ভিলেজের দুই ব্রাজিলীয় নারী।

আপাতত তাকে মারাকানা স্টেডিয়ামের কাছেই একটি লক-আপে বন্দি করা হয়েছে। তবে খুব শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য রিও ডি জেনেরিওর পোলিন্তার কারাগারে নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ভিলেজে ওয়েট্রেসের কাজ করতেন অভিযোগকারিনী দুই নারী। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় ছবি তোলার নাম করে তাদের দু’জনকে নিজের ঘরে ডাকেন হাসান। সেখানেই তাদের মধ্যে একজনকে যৌন হয়রানী করেন।

পরদিনই এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হন ওই দুই নারী। তাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে গেমস ভিলেজ থেকে গ্রেপ্তার করা হয় হাসানকে। স্থানীয় বিচারক লারিসা নুনেস স্যালি তাকে ১৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

তদন্তের সময় অন্তত ১৫ দিন হাসান সাদাকে জেলেই থাকতে হবে বলে রায় দিয়েছেন স্থানীয় ওই বিচারক।

জানা গেছে, ইতোমধ্যে মরক্কোন অ্যাম্বাসেডরকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সুত্রঃ ইনডিপেন্ডেন্ট ইউকে

আপনার মন্তব্য

আলোচিত