স্পোর্টস ডেস্ক

০৭ আগস্ট, ২০১৬ ১৪:৪৬

সন্ত্রাসবাদ বৈশ্বিক সমস্যা কাজেই ইংল্যান্ড বাংলাদেশে আসবে: রিচার্ড হ্যালসল

‘গুলশান ও শোলাকিয়ার ঘটনা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দুঃখজনক হলেও সত্যি পুরো পৃথিবী জুড়েই সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। গত কয়েকদিনে জামার্নি, ফ্রান্স লন্ডন, ভারতে সন্ত্রাসী হামলা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এমন ঘটনার ধারাবাহিকতা মাত্র। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

এমনটাই মত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসলের। তিনি মনে করেন এসব সন্ত্রাসী হামলার জন্য তো আসলে খেলাধুলো বাদ দিয়ে বসে থাকা যায় না। কাজেই নির্ধারিত সফরে ইংল্যান্ড বাংলাদেশে  আসবে আশা করেন তিনি।

অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে আজ যোগ দিয়েছেন হ্যালসল। মাশরাফি-মুশফিকদের নিয়ে ট্রেনিং সেশন শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে নিরাপত্তা প্রসঙ্গ ও ইংল্যান্ড সিরিজ নিয়ে হ্যালসল বলেন, ‘ইংল্যান্ড আসবে বলে আমি আশাবাদী। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তাদের যুবারা এখানে খেলে গেছে। ক্রিকেটের স্বার্থে তারা আসবে বলেই আমি আশাবাদী।’

বাংলাদেশে কাজ করতে কোনোরকম অস্বস্তি বোধ আছে কিনা-এমন প্রশ্নে হ্যালসল বলেন, ‘সত্যি কথা বলতে আমি তেমনটা মনে করছি না। আমি পেশাদার কোচ, এটা আমার চাকরি।’

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের।

আপনার মন্তব্য

আলোচিত