স্পোর্টস ডেস্ক

০৮ আগস্ট, ২০১৬ ০৯:২২

ক্যারিবিয়ান লীগে সাকিবের দল চ্যাম্পিয়ন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসানের দল জ্যামাইকা তালাওয়াশ।

সোমবার ভোরে প্রথমে ব্যাট করতে নেমে সাকিব-ইমাদদের বোলিং তোপে মাত্র ৯৩ রানে অলআউট হয় গায়ানা। জবাবে ১২.৫ ওভারে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে দুটি উইকেট নেন সাকিব। আর ব্যাট হাতে নামাই দরকার হয়নি তার।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জ্যামাইকা। ব্যাট করতে নেমে শুরুতেই একের পর এক উইকেট হারাতে থাকে গায়ানা। সর্বোচ্চ ৪২ রান করেন সোহেল তানভির। ১৭ রান করেন ডুয়াইন স্মিথ। ১০ রান করেন ক্রিস বার্নওয়েল। আর কেউ নিজের রান দশকের ঘরে নিয়ে যেতে পারেননি।

জ্যামাইকার হয়ে ৩টি উইকেট নেন ইমাদ ওয়াসিম। দুটি করে উইকেট নেন সাকিব ও কেসরিক উইলিয়ামস।

মাত্র ৯৪ রানে টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন ক্রিস গেইল। ২৭ বলে ৫৪ রান করে আউট হন তিনি। জ্যামাইকার ওয়ালটন ২৫ ও সাঙ্গাকারা ১২ রান নিয়ে অপরাজিত থাকেন।

আপনার মন্তব্য

আলোচিত