স্পোর্টস ডেস্ক

১৩ আগস্ট, ২০১৬ ০২:১২

জাতীয় দলে ফিরছেন মেসি

অবসর ভেঙে আর্জেন্টিনা জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন সুপারস্টার লিওনেল মেসি। গত কোপা আমেরিকা কাপের ফাইনালে চিলির বিপক্ষে হারের পর অভিমানে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এ ফুটবলার।

লিওনেল মেসি তাঁর দেশের হয়ে খেলার ইচ্ছার কথা জানিয়ে এক বিবৃতির বরাত দিয়ে বাংলাদেশ সময় শুক্রবার রাতে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল.কম এ খবর প্রকাশ করেছে।

গত জুন মাসে কোপা আমেরিকা ২০১৬-এর ফাইনালে চিলির কাছে হারের পর অবসরের সিদ্ধান্ত নেন মেসি। এ নিয়ে বিশ্বকাপসহ টানা তিনটি ফাইনালে হারের মুখ দেখে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনার জাতীয় দলের নতুন কোচ এদগারদো বাউজার সঙ্গে কথা বলে মেসি নীল-সাদা জার্সি গায়ে আবারও খেলার কথা জানিয়েছেন।

স্পেনের মুন্দো দেপোরতিভো পত্রিকা জানিয়েছে, নতুন কোচ বাউজার সঙ্গে কথা বলার পর মেসি জাতীয় দলের ফেরার কথা জানিয়েছেন। বাউজা এ মুহূর্তে বার্সেলোনা শহরে অবস্থান করছেন।

মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ও ভেনেজুয়েলার বিপক্ষে মেসি খেলতে চান বলে জানিয়েছেন। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে উরুগুয়ের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে এ সুপারস্টারকে।

আপনার মন্তব্য

আলোচিত