স্পোর্টস ডেস্ক

১৭ আগস্ট, ২০১৬ ১৫:৩৫

হেরাথ ঘূর্ণিতে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

রঙ্গনা হেরাথের ঘূর্ণিতে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ইতিহাসের প্রথমবারের মত হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা।

কলম্বোয় তৃতীয় টেস্টের শেষদিনের দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানে হেরেছে অস্ট্রেলিয়া। সেই সাথে তিন ম্যাচের মুরালি-ওয়ার্ন সিরিজ ৩-০ তে জিতে নিয়েছে।

প্রথম ইনিংসে ৬ উইকেটর পর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট নিয়েছেন হেরাথ। ক্যারিয়ারের দ্বিতীয় সেরা ম্যাচ ফিগারে তিনি ধসিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে।

শেষ দিনের ঘণ্টা খানেক ব্যাট করে ৮ উইকেটে ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। তাতে অস্ট্রেলিয়ার সামনে ৩২৪ রানের টার্গেট দাঁড়ায়।

এশিয়ায় চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই অস্ট্রেলিয়ার। তার ওপর বিধ্বংসী হয়ে ওঠেন বাঁ হাতি স্পিনার হেরাথ। তাতে চা বিরতির আগে ১৬০ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।

৬৪ রানে ৭ উইকেট হেরাথের।

তিন ম্যাচের সিরিজে ২৮ উইকেট নিয়েছেন হেরাথ। আর বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭ নম্বর দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ১ নম্বর অস্ট্রেলিয়া।

এর আগে দেশের মাটিতে কেবল জিম্বাবুয়ে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে জয়ের ইতিহাস ছিল শ্রীলঙ্কার। আর উপমহাদেশের দলের বিপক্ষে টানা তৃতীয় অ্যাওয়ে সিরিজ হারলো অস্ট্রেলিয়া।

আপনার মন্তব্য

আলোচিত