স্পোর্টস ডেস্ক

১৯ আগস্ট, ২০১৬ ২১:১২

হ্যাটট্রিক শিরোপায় চোখ বার্সা কোচের

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় নিজেদের মাঠ কাম্প নউয়ে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শুরু করবে বার্সেলোনা।
শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস নিয়েই বার্সেলোনা লিগ শুরু করবে বলে জানান এনরিকে। তবে তিনি এটাও জানেন, কয়েক মৌসুম ধরে শিরোপা জিততে না পারা বড় দলগুলোও ছেড়ে কথা বলবে না।

তাই এবার লা লিগার হ্যাটট্রিক শিরোপা অর্জন করাটা সহজ হবে না বলে মনে করেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

তিনি বলেন “আমরা টানা তৃতীয়বারের মতো এটা জিততে চাই। বার্সার ইতিহাসে এটা খুব বেশিবার ঘটেনি। আমরা অনুপ্রাণিত। এটা সহজ হবে না, কিছু বড় ক্লাব আছে যারা অনেক সময় ধরে শিরোপা জেতেনি এবং আমাদের হারাতে চাইবে।”

লিগে গত ৮ মৌসুমের মধ্যে ছয়বারই শিরোপা জেতে বার্সেলোনা। তবে অতীত সাফল্যের দিকে না তাকিয়ে বর্তমান নিয়েই ভাবছেন এনরিকে।

সেভিয়াকে হারিয়ে গত বুধবার স্প্যানিশ সুপার কাপ জেতে বার্সেলোনা। মৌসুমের প্রথম শিরোপা জিতে খুশি এনরিকে। কিন্তু এখন আরও শিরোপা জেতায় মনোযোগ দিতে চান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত