স্পোর্টস ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৬ ১৬:৩৩

ইংল্যান্ড সিরিজে তাসকিনের টেস্ট অভিষেকের খবর উড়িয়ে দিলেন হাথুরুসিংহে

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাসকিন ডাক পাওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের দ্রুততম এই পেসারের। তবে সেই সম্ভবনায় জল ঢেলে দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

তাসকিন এখনো টেস্ট খেলার মত অবস্থায় নেই জানিয়ে টাইগারদের ওস্তাদ বলেন, "আমরা তাসকিনের ক্যারিয়ার ধ্বংস করতে চাই না, টেস্ট খেলার মত তৈরি না করে তাকে নামানো যায় না।"

কোচ বলেন, “সে কি কোনো চারদিনের ম্যাচ খেলেছে? আপনারা কি মনে করছেন সে এসেই সরাসরি জাদু দেখাবে? না!”

“ওরা তো মানুষ। জীবনে কখনো চারদিনের ম্যাচ না খেললে কাজটা কঠিন। মাঠে চারদিন দাঁড়িয়ে থাকা, দিনে ১৫ ওভার বোলিং করার মত ব্যাপারগুলি ওর পুরোপুরি নতুন। আমি কারও ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।”

যদিও ক্যারিয়ারে তাসকিন ১০টি প্রথম শ্রেণীর চারদিনের ম্যাচ খেলেছেন তবে এর সর্বশেষটি প্রায় তিন বছর আগে ২০১৩ সালে।

কোচের কথায় স্পষ্ট টেস্ট খেলতে হলে তাসকিনকে এখনো বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলে সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত