ক্রীড়া প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০১৬ ২১:৪৬

আর্জেন্টিনাকে ৬৭-২৬ পয়েন্টে বিধ্বস্ত করে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ

কাবাডি বিশ্বকাপ ২০১৬

ফাইল ছবি

কাবাডি বিশ্বকাপে দুর্বল আর্জেন্টিনাকে ৬৭-২৬ পয়েন্টে বিধ্বস্ত করে এবারের মিশন শেষ করল বাংলাদেশ। তবে ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারত গেলেও ভারত ও দক্ষিণ কোরিয়ার কাছে হারার ফলে গ্রুপে তৃতীয় অবস্থানে থাকায় সেমিফাইনালেই উঠা হয়নি আরেদুজ্জামান মুন্সির দলের।

গ্রুপের অপর দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকেও বিশাল ব্যবধানে হারায় কাবাড়ির টাইগাররা।

বুধবার রাতে ভারতের আহমাদাবাদে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে শুরু থেকেই ধরাশায়ী করতে থাকেন সবুজ, তুহিন, মুন্সিরা। বাংলাদেশের আক্রমনাত্মক রেইডে একের পর এক অলআউট হয়ে বড় ব্যবধানে পিছিয়ে পড়ে আর্জেন্টাইনরা। এক পর্যায়ে খেলার ফলের চেয়ে ব্যবধান কত হচ্ছে সেটাই হয়ে দাঁড়ায় সবার আগ্রহের কেন্দ্র। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮০-৮ পয়েন্টে হারিয়েছিল কাবাডি দল।


জাতীয় খেলা কাবাডির বিশ্বকাপে অন্তত সেমিফাইনালের গন্ডি পের হতে চেয়েছিল বাংলাদেশ। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে অনেকটা এগিয়ে থেকেও শেষ মুহুর্তের ভুলে হেরে সে স্বপ্ন ফিকে হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের।

আহমেদাবাদে উল্লেখ্যযোগ্য সংখ্যক বাংলাদেশি সমর্থককে  গ্যালারিতে মুন্সির দলকে সমর্থন করতে দেখা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত