স্পোর্টস ডেস্ক

২০ অক্টোবর, ২০১৬ ১৩:২৩

পিএসএলে একই দলে খেলবেন সাকিব-তামিম

পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা পাকিস্তান ক্রিকেট লীগে (পিএসএল) আগামী মৌসুমে একই দলে খেলবেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনকেই দলে চুক্তিবদ্ধ করেছে পেশোয়ার জালমি।

পিএসএলের আগের মৌসুমে তামিম খেলেছিলেন এই পেশোয়ার জালমিতেই। আর সাকিব খেলেছিলেন করাচি কিংসের হয়ে। তবে এবার বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার। পেশোয়ার জালমিতে তাঁদের সতীর্থ হিসেবে আছেন শহীদ আফ্রিদি, ড্যারেন স্যামি, ওয়েন মরগানদের মতো তারকাদের। দলকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান ড্যারেন সামির।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পিএসএলে দারুণ নৈপুণ্য দেখিয়েছিলেন তামিম ইকবাল। ছয় ম্যাচ খেলে ৬৬.৭৫ গড়ে করেছিলেন ২৬৭ রান। অর্ধশতক ছিল তিনটি। পিএসএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তামিম ছিলেন পঞ্চম স্থানে।

করাচি কিংসের পক্ষে তেমন ভালো খেলেতে পারেননি সাকিব। আট ম্যাচে ব্যাট হাতে করেছিলেন ১২৬ রান। উইকেট নিয়েছিলেন তিনটি।

২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে পিএসএলের দ্বিতীয় আসর।

আপনার মন্তব্য

আলোচিত