স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর, ২০১৬ ১৩:৩৬

ক্যাচের আগে বল মাটিতে, আউট ছিলেন না সাব্বির!

শনিবার (২২ অক্টোবর) চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি ব্যাটসম্যান সাব্বির রহমানের বিপক্ষে যে ক্যাচ আউটের সিদ্ধান্ত দিয়েছেন টিভি আম্পায়ার, তা নিয়ে উঠেছে সামালোচনার ঝড়।

বাংলাদেশের প্রথম ইনিংসের ৮৬তম ওভারের তৃতীয় বলে ইংলিশ বোলার বেন স্টোকসের বল সাব্বিরের ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ক্যাচ নেন অ্যালিস্টার কুক। কিন্তু ক্যাচ নিয়ে সন্দেহ হলে রিভিউ আবেদন করেন সাব্বির। টিভি রিপ্লেতে পরিষ্কারভাবে দেখা যায় ক্যাচ ধরার আগে বলটি মাটিতে পড়ে গেছে।

রিপ্লেতে দেখা গেছে, কুকের ডান হাতের মধ্যমা ছুঁয়ে বল মাটিতে লাগে। এর পর তিনি হাতের মুঠোয় নেন বল। অথচ ভারতীয় টিভি আম্পায়ার সুন্দরম রবি আউটের সিদ্ধান্ত দেন। অভিষেক টেস্টে সাব্বির আউট হন ১৯ রান করে।

রবির এমন বিতর্কিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশের প্রথম ইনিংসও বেশি দূর এগোতে পারেনি। ২৪৮ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বিপক্ষে সন্দেহজনক অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছিলেন আম্পায়ার সুন্দরম রবি। পরে আইসিসিতে বোলিং একশনের পরীক্ষা দিয়ে বৈধ ঘোষিত হন বাংলাদেশের ওই দুই বোলার। 

আপনার মন্তব্য

আলোচিত