স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৬ ২০:৫৯

বাংলাদেশ দুর্দান্ত খেলছে, আমার ক্যারিয়ারের অন্যতম রোমাঞ্চকর টেস্ট এটি : ব্রড

ইংল্যান্ডের এই দলের সেরা পেসার তিনি। ঝুলিতে আছে ৩৬০ উইকেট, চট্টগ্রামে খেলছেন ক্যারিয়ারের ৯৯তম টেস্ট। অনেক রোমাঞ্চকর পরিস্থিতিতে খেলা এই ক্রিকেটার চলমান চট্টগ্রাম টেস্টকেই তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা বলে নির্দ্বিধায় রায় দিলেন।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমকে ব্রড বলেন, "দারুণ এক টেস্ট ম্যাচের অংশ হলাম, তাদের দরকার ৩৩ রান আমাদের ২ উইকেট। মাত্র দুটি ভালো বল দরকার। আমার মনে হয় বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এই টেস্ট সম্ভবত আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর ৫টি টেস্টের একটি। আজ রাতে অন্তত ২/৩ ঘন্টা খুব চিন্তায় কাটবে।"


জয়ের জন পঞ্চম দিনে বাংলাদেশের দরকার ৩৩ রান আর ইংল্যান্ডের চাই ২ উইকেট। এর আগে কখনো ইংল্যান্ডকে টেস্টে হারাতে পারেনি বাংলাদেশ।  টেস্ট মর্যাদা পাওয়ার পর এখনো পর্যন্ত ৭টি টেস্ট জিতেছে টাইগাররা। যার সবগুলোই জিম্বাবুয়ে ও খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে জিততে জিততে হেরে যাওয়া অনেক ট্রাজেডির শিকারও হয়েছে বাংলাদেশ। মুলতানে পাকিস্তানের বিপক্ষে জিততে জিততে ১ উইকেটে হার, ফতুল্লাহ অস্ট্রেলিয়াকে প্রচণ্ড চাপে ফেলেও জিততে না পারার মত ঘটনা আছে বাংলাদেশের টেস্ট ইতিহাসে।

আপনার মন্তব্য

আলোচিত