ক্রীড়া প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০১৬ ১১:২৮

প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম ২ টেস্টেই ৫ উইকেটের রেকর্ড মিরাজের

জীবনের প্রথম দুই টেস্টের ৫ বা ততোধিক উইকেট পাওয়ার নজির কোন বাংলাদেশি বোলারের ছিল না এর আগে। সেটাই করে দেখালেন মেহেদি হাসান মিরাজ।

জাফর আনসারিকে শুভাগত হোমের দারুণ এক ক্যাচে পরিণত করে মিরাজ তোলেন নেন তার পঞ্চম উইকেট। মিরাজের সাফল্যের কল্যাণে ব্যাটিং ব্যর্থতার পরও লীড নেয়ার সম্ভবনা তৈরি হয়েছে বাংলাদেশের।

প্রথম দিন বিকেলে অ্যালিস্টার কুককে লেগ বিফোরের ফাঁদে ফেলে শুরু করেছিলেন। তারপ একে একে আউট করেছেন গ্যারি ব্যালেন্স, মইন আলী, জনি বেয়ারস্টো ও জাফর আনসারিকে। প্রথম দিনেই গ্যারি ব্যালেন্সের ব্যাট ফাঁকি দিয়ে মিরাজের বল মুশফিকের গ্লাভসে জমা হয়।

দ্বিতীয় দিন সকালেও প্রথম সাফল্য এনে দেন মিরাজ। তার সোজা বল সুইপকরতে গিয়ে পরিষ্কার বোল্ড হন মইন আলী। এরপরের স্পেলে ফিরেই বিপদজনক হতে থাকা জনি বেয়ারস্টকে টার্নে বোকা বানান তিনি। তার লো টার্নিং বলে লেগ বিফোর হয়ে ফিরেন বেয়ারস্টো। আর  জাফর আনসারিকে আউট করে পূর্ণ করেন দ্বিতীয় ৫ উইকেটের কোটা।

আপনার মন্তব্য

আলোচিত