সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল, ২০১৫ ২১:০৫

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডেতে বৃষ্টির চোখ রাঙানি!

প্রবল আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে নড়বড়ে মনোবলের পাকিস্তান দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় জয় পেতে টাইগারেরা যখন উন্মুখ চোখ রাঙানি দিচ্ছে আবহাওয়া।

আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে সন্ধ্যার পর থেকে ঢাকায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিশ্বকাপে বাংলাদেশ দলের অসাধারণ পারফরম্যান্সের কারণে সিরিজে বাংলাদেশকে ফেভারিট বলা হচ্ছে। এই প্রথম পাকিস্তানের বিপক্ষে ফেভারিটের ত্বকমা নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

এদিকে নড়বড়ে পাকিস্তানের বাংলাদেশ যাত্রার শুরুটা ভাল হয়নি মোটেও। সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় দল বিসিবি একাদশের কাছে হেরেছে তারা এক উইকেটের ব্যবধানে।

এই যখন পরিস্থিতি তখন আবহাওয়াবার্তা বলছে ম্যাচে বৃষ্টি আঘাত হানতে। আবহাওয়ার খবর অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা শতকরা ৬০ ভাগ।

ঢাকা শহরের আবহাওয়ার পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকে রাজধানীতে গরমের পরিমাণ বেশী হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের মতো। আকাশ সকাল থেকেই মেঘলা থাকতে পারে।

দিবা-রাত্রির প্রথম ওয়ানডে ম্যাচটি শুক্রবার দুপুর আড়াইটা থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত