স্পোর্টস ডেস্ক

২০ জানুয়ারি, ২০১৭ ০৯:৫৮

নেইমারের একমাত্র গোলে মান বাঁচলো বার্সার

রিয়াল সোসিয়েদাদের মাঠে দীর্ঘ ১০ বছর পর জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে ব্রাজিলিয়ান আইকনের একমাত্র গোলে ১-০ ব্যবধানের ফলাফলে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

কয়েকটি সম্ভাবনা তৈরি করার পরও বৃহস্পতিবার রাতে লিওনেল মেসি ও লু্ইস সুয়ারেজকে নিজেদের ছায়াই মনে হলো। ম্যাচের ৮ মিনিটেই নেইমারের সঙ্গে যুগলবন্দীর ফসল ঘরে তুলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক।

তবে এগিয়ে যেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন নেইমার। স্প্যানিশ ডিফেন্ডার আরিৎস অ্যালুসতোন্ডো বক্সের মধ্যে ব্রাজিলিয়ান তারকাকে ফাউল করেছিলেন। সুযোগ কাজে লাগাতে ভুল করেননি নেইমার।

বিরতিতে থেকে ফিরে ম্যাচের ৫৬ মিনিটে অবশ্য ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করেন নেইমারই। মেসির ব্যাক-হিল করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে শট নিলেও জাল খুঁজে পাননি তিনি। শেষ দিকে আরো কয়েকটি আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা থাকলেও একমাত্র গোলে জয় নিয়ে মাঠা ছাড়ে লুইস এনরিকের শিষ্যরাই।

ন্যু ক্যাম্পে ফিরতি পর্বের ম্যাচের আগে শেষ চারের পথে সুবিধাজনক অবস্থানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ২টায় সেমি নির্ধারণী ম্যাচটি শুরু হবে।

রাতের অন্য ম্যাচে শেষ আটের আরেক লড়াইয়ে প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে এইবারকে।

আপনার মন্তব্য

আলোচিত