ক্রীড়া প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:১৮

রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা ভারতের

রান আউট মিস আর হাফ চান্সকে কাজে না লাগানোর খেসারতে প্রথম দিনে ব্যাকফুটে থেকেই দিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনেও একই ভুলের পুনরাবৃত্তি। স্ট্যাম্পিং ও ক্যাচ মিসের খেসারত দিয়ে রানের পাহাড়েই চাপা পড়েছে টাইগাররা।

তবে দিন শেষে সব ছাপিয়ে আলোচনায় ভিরাট কোহলির ডাবল সেঞ্চুরি। টানা চতুর্থ সিরিজে ডাবল সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব গড়েন ভারতীয় অধিনায়ক। আর তাতে ভর করে রানের পাহাড় গড়েছে ভারত। ৬ উইকেটে ৬৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া।

ভারতের রান পাহাড়ের সামনে দাঁড়িয়ে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শেষ ঘন্টার খেলা চলছে। এ রিপোর্ট লেখার সময় ১ম ইনিংসে ১.৪ ওভারে বিনা উইকেটে টাইগাররা করেছে ১৪ রান। উইকেটে আছেন তামিম ইকবাল (৯) ও সৌম্য সরকার (৫)।

আপনার মন্তব্য

আলোচিত