স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৫২

পাকিস্তানের দুই ক্রিকেটার সাময়িক নিষিদ্ধ

দুবাইয়ে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের শুরুতেই ঘটলো অপ্রীতিকর ঘটনা। সাময়িকভাবে নিষিদ্ধ হলেন পাকিস্তানের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

এবারের পিএসএলকে ঘিরে আন্তর্জাতিক চক্রের দুর্নীতির ষড়যন্ত্রে শারজিল-লতিফ যুক্ত থাকতে পারেন এমন অভিযোগে তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পিসিবির অ্যান্টি করাপশন কোর্ডের অধীনে এই নিষেধাজ্ঞা দেয়া হয়।

দু’জনকেই দুবাই থেকে দেশে (পাকিস্তানে) পাঠিয়ে দেয়া হয়েছে। তাদের বিকল্প এখনো ঘোষণা করা হয়নি।

চলতি পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলছেন শারজিল খান ও খালিদ লতিফ। টুর্নামেন্টে যাতে ব্যাঘাত না ঘটে, সেজন্যই তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

পিএসএলের চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, ‌"এখনই এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আমাদের খেলাধুলাকে দুর্নীতিমুক্ত রাখতে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা কোনো ধরনের দুর্নীতি সহ্য করবো না।"

আপনার মন্তব্য

আলোচিত