স্পোর্টস ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:২৬

ওয়ানডের শীর্ষে দক্ষিণ আফ্রিকা, সাতে বাংলাদেশ

দুই বছর পর আবার আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে উঠলো দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ সাফল্যের সুবাদে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে তারা। শ্রীলঙ্কাকে ৫-০-তে হোয়াইটওয়াশ করে সবার ওপরে উঠে গেছে তারা।

র‍্যাংকিংয়ে বাংলাদেশ আগের মতো সাত নম্বরেই আছে। টাইগারদের রেটিং পয়েন্ট ৯১। বাংলাদেশের পরে ৮ নম্বরে রয়েছে পাকিস্তান।

শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং পয়েন্ট ১১৯। তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৩। এ ছাড়া ভারত চতুর্থ (১১২), ইংল্যান্ড পঞ্চম (১০৭) ও শ্রীলঙ্কা আছে ষষ্ঠ (৯৮) স্থানে।

৮৯ পয়েন্ট নিয়ে পাকিস্তান অষ্টম এবং ৮৬ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ আছে নবম স্থানে। আর আফগানিস্তান (৫২) ও জিম্বাবুয়ে (৪৮) রয়েছে ১১তম স্থানে।

আপনার মন্তব্য

আলোচিত