ক্রীড়া প্রতিবেদক

১৮ মার্চ, ২০১৭ ১৫:২৩

দারুণ বোলিংয়ে শততম টেস্টে চালকের আসনে বাংলাদেশ

দিনের প্রথম উইকেট তুলে নেয়ার পর টাইগারদের উল্লাস (ছবিঃ ক্রিকইনফো)

মোস্তাফিজ-সাকিবের দারুণ বোলিংয়ে শততম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। লাঞ্চের পর কাটার মাস্টার মোস্তাফিজ তিনটি ও সাকিব দুইটি উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কম রানে বেঁধে ফেলার সম্ভাবনা জাগিয়েছেন।

শনিবার (১৮ মার্চ) কলম্বো টেস্টের চতুর্থ দিন চা বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৯৯ রান করেছে শ্রীলঙ্কা। ৪ উইকেট হাতে রেখে তাঁদের লিড মাত্র ৭০ রানের। দলের ভরসা হয়ে ব্যাট করতে থাকা ওপেনার দিমুথ করুনারত্নে অপরাজিত আছেন ১১০ রান করে। তাঁর সঙ্গী দিলরুয়ান পেরেরার সংগ্রহ ২ রান।

চতুর্থ দিন সকালে খেলতে নেমে শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। দিনের শুরুতেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে উইকেট হারান লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা। বোল্ড হওয়ার আগে ৪০ বলে ২৬ রান করেন লঙ্কান ওপেনার। আগের দিনের ৫৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা স্বাগতিকরা প্রথম উইকেট হারায় ৫৭ রানে।

এরপর করুনারত্নে ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে এগোতে থাকে শ্রীলঙ্কা। লাঞ্চে যাওয়ার আগে এই দুজন স্কোরবোর্ডে ৮০ রান যোগ করেন।

বিরতির পরপরই আবার খেলায় ফিরে আসে বাংলাদেশ। একে একে তিন উইকেট তুলে নেন পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের প্রথম শিকার হন কুশল মেন্ডিস। এরপর দীনেশ চান্দিমাল ও চতুরঙ্গ ডি সিলভাকে ফেরান মোস্তাফিজ। মাঝে সাকিব সাজঘরে ফেরান গুনারত্নেকে। এরপর ডিকওয়েলাকে মুশফিকের তালুবন্দি করিয়ে বাংলাদেশকে ৬ষ্ঠ উইকেট উপহার দেন সাকিব।

এর আগে গতকাল সাকিব আল হাসানের শতক ও অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকতের অর্ধশতকে কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১২৯ রানের লিড নেয় বাংলাদেশ। শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে টাইগাররা করেন ৪৬৭ রান। সাকিব ১১৬, সৈকত ৭৫, সৌম্য সরকার ৬১, মুশফিক ৫১ ও তামিম ইকবাল ৪৯ রান করেন।

নিশ্চিতভাবেই বাংলাদেশের লক্ষ্য থাকবে দিনের শেষ সেশনে যতো দ্রুত সম্ভব লঙ্কানদের বাকি ৪ উইকেট তুলে নিয়ে লিডটাকে বাড়তে না দেয়া। সেক্ষেত্রে দ্রুত ফেরাতে হবে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়ানো সেঞ্চুরিয়ান করুনারত্নেকে। তা সম্ভব হলে বাংলাদেশ হয়তো জয় দিয়েই উদযাপন করবে নিজেদের শততম টেস্ট ম্যাচটি।

আপনার মন্তব্য

আলোচিত