স্পোর্টস ডেস্ক

১৯ মার্চ, ২০১৭ ০১:৪১

শ্রীলঙ্কার লিড ১৬০ রানের মধ্যে আটকাতে চান সৈকত

শ্রীলঙ্কাকে ১৬০ রানের বেশি লিড দিতে চান না মোসাদ্দেক হোসেন সৈকত। শনিবার (১৮ মার্চ) কলম্বো টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানিয়েছেন নিজের অভিষেকে ৭৫ রানের দারুণ এক ইনিংস খেলা সৈকত। সংবাদ সম্মেলনের বিস্তারিত এখানে তুলে দেয়া হলো-

 

আপনারা কী জয় দেখতে পাচ্ছেন?

ওদের রান এখনও খুব বেশি হয়নি। ১৩৫ রানের মতো লিড হয়েছে। আমরা চেষ্টা করব ১৬০-এর মধ্যে আটকে দেওয়ার। যদি আমরা ১৬০ এর মধ্যে আটকাতে পারি, জয়ের ক্ষেত্রে সেটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না।

সাকিব-মোস্তাফিজের বোলিং কেমন ছিলো?

বিশ্বের অনতম্য সেরা বোলার এখন মোস্তাফিজ। সাকিব ভাই তো সব সময়ই সেরা। তাদের দুইজনের কী দায়িত্ব, সেটা তারা ভালো করেই জানে। তারা জানে কোন পরিস্থিতিতে কী করতে হবে। তাদের চেষ্টাতেই আমরা ম্যাচে ফিরেছি।

আগামীকাল ব্যাটিং করাটা কতোটা কঠিন হবে?

উইকেট যে খুব খারাপ হয়ে গেছে সেটাও বলা যাবে না। আবার খুব ভালো আছে, তাও না। এখন যারা ব্যাটিং করছে তারা বিশেষজ্ঞ ব্যাটসম্যান নয়। এটাই আমাদের জন্য ইতিবাচক দিক। কাল সকালে ভালো জায়গায় বোলিং করতে পারলে তাদের দ্রুত আউট করতে পারব।

ওদের বোলাররা অনেক রান তুলে ফেলছে, এটা শঙ্কার?

শেষ দিনে তাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে। এটা আমাদের জন্য সুবিধাজনক। আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তাদেরকে আউট করার।

নিজের পারফরম্যান্স?

আমি কি করেছি, সেটা বড় ব্যাপার নয়। ম্যাচটি জিততে পারলে মনে হবে আমার রানটা দলের জয়ে কাজে লেগেছে।

লাঞ্চের পর টার্গেটটা কী ছিলো?

লাঞ্চের পর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা ব্রেক থ্রু। আমরা সেটা নিয়েই চিন্তা করছিলাম। এরপর একটা উইকেট বের হওয়ার পরই আমরা মূলত ম্যাচে ফিরে আসি।

আপনার মন্তব্য

আলোচিত