ক্রীড়া প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০১৭ ১২:১৩

আজ মাশরাফির জন্য নামবে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ। জিতলে সিরিজ ড্র। তবে এসব সমীকরণ ছাপিয়ে গেছে মাশরাফি মুর্তজার জন্য। জীবনের শেষ টি-টুয়েন্টি খেলতে নামবেন বাংলাদেশ অধিনায়ক। এই ফরম্যাটে অধিনায়ককে বিদায় দিতে তার জন্যই নামবে বাংলাদেশ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের হয়ে তেমনটাই জানিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত,  “জয়ের তো কোনো বিকল্প নাই। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমরা দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইবো ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দেওয়ার জন্য।”

প্রথম টি-টুয়েন্টিতে হার পোড়াচ্ছে দলের সবাইকে। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা।

“একটা ম্যাচ জেতার পর সবার মধ্যে যে আনন্দ থাকে, একটা ম্যাচ হারার পর সবার মধ্যে তার সমানই বেদনা থাকে। গত ম্যাচ হারের পর সবার মধ্যেই সেই বেদনা কাজ করছে।”

শেষ ম্যাচ জিতে সিরিজ সমাতায় শেষ করতে মরিয়া বাংলাদেশ।

“প্রথম ম্যাচ হারের পর তো বলতে পারছি না, জিতবো। ড্র ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। আমাদের সামনে একটাই ম্যাচ সেটায় জিতে সিরিজ ড্র করার চেষ্টা করবো।”

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে সাতটায় কলম্বোয় মুখোমুখি হবে দুদল।  প্রথম ম্যাচের টসের সময় আচমকা টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি মুর্তজা। তবে খেলে যাবেন ওয়ানডে।


আপনার মন্তব্য

আলোচিত