স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৭ ১৬:২৫

সাত বছর পর র‍্যাকিংয়ের শীর্ষে ‘দুর্দান্ত’ ব্রাজিল

বিশ্বকাপ বাছাইয়ে অসাধারণ খেলতে থাকার ফল পেল ব্রাজিল। সাত বছর পর বিশ্ব ফুটবলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফিফা র‌্যাংকিংয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হটিয়ে নাম্বার ওয়ান পজিশনে ফর্মের তুঙ্গে থাকা নেইমার-কৌতিনহরা।

তবে সুখবর নেই বাংলাদেশের জন্য। রেটিং পয়েন্ট ৬০ নিয়ে ১৯৩ নম্বরেই রয়েছে তারা।

গত মাসে যেখানে ব্রাজিলের চেয়ে ১১০ রেটিং পয়েন্ট এগিয়ে ছিল লিওনেল মেসির আর্জেন্টিনা, তারাই এখন ৫৮ রেটিং পয়েন্ট পিছিয়ে।

দুই ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে কলম্বিয়া (১৩৪৮)। আগের চার নম্বরেই চিলি (১৪০৩)। দুই ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে বেলজিয়াম। ছয়ে ফ্রান্স ও আটে থাকা পর্তুগালের অবস্থানেও কোনো পরিবর্তন নেই। তিন দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১২৯৪, ১২৮১, ১২৫৯।

দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড (১২১২)। ১২০৪ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে স্পেন। ছয় ধাপ অবনমনে শীর্ষ দশের বাইরে চলে গেছে উরুগুয়ে (১৫তম)।

এছাড়া, উল্লেখ্যযোগ্য দেশগুলোর মধ্যে পোল্যান্ড (+১, ১১তম) ইতালি (+৩, ১২), ওয়েলস (-১, ১৩), ইংল্যান্ড (১৪), মেক্সিকো (+১, ১৬), ক্রোয়েশিয়া (-২, ১৮), কোস্টারিকা (-১, ২০), যুক্তরাষ্ট্র (+৭, ২৩), নেদারল্যান্ডস (-১১, ৩২), সুইডেন (+১১, ৩৪) ও পরবর্তী বিশ্বকাপের আয়োজক রাশিয়া এক ধাপ পিছিয়ে ৬১-তে নেমে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত